মে মাসের ভোট আসতে আসতে পদ্মফুল শুকিয়ে যাবে: জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার খড়দহে বিজেপির সভার তীব্র সমালোচনা করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “মে মাসের ১০ তারিখ যদি নির্বাচন হয়, লম্বা রাস্তা। ওরা যে ফুল ব্যবহার করে, সেই ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায়।

গতকাল খড়দহে বিজেপির জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তিনি পদ্ম ফুটিয়ে আসবেন। আজ তারই পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যেখানে ফুল ফোটানোর কথা বলছে, সেখানে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহের ক্ষমতা নেই তারা এসে পদ্ম ফোটাবে। দেশের সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেশের সব রাজনৈতিক দলের নেতৃত্ব সম্মান দিয়ে চলে। ওরা বাচ্চা ছেলে, যা খুশি বলছে। ওদের কথার উত্তর তৃণমূল ব্লক সভাপতিরা দেবে।” উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বুধবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং করতে এসে একথা বলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *