স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুন: রাতের অন্ধকারে কলকাতা থেকে পলাশিগামী খালি লরি শান্তিপুর বাথনাবাইপাস ওভারব্রিজের ওপর থেকে উল্টে গিয়ে পড়ে গেল প্রায় তিরিশ ফুট নীচে খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হল লরির চালকের, পলাতক খালাসি।
তবে আশেপাশে বাড়ি না থাকার কারণে, দূরের গ্রামের মানুষ ভোরে কৃষি কাজ করতে যাবার সময় লক্ষ্য করে বিষয়টি। তাদের অনুমান পথ দুর্ঘটনা বা রাস্তা খারাপের কারণে নয়, কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ গাড়িটি উল্টে যায় গভীর খাদে। বেশ খানিকটা উঁচু থেকে পড়লেও তা পাল্টি হয়নি কাত হয়ে ঘাস এবং জঙ্গলের মধ্যে দিয়ে, আছড়ে পড়ে লরিটি। এরপর গুরুতর আহত চালককে, সিট থেকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে, লাইসেন্স এবং অন্যান্য প্রমাণ দেখে জানতে পারেন মৃত চালকের বাড়ি পলাশিতে। পুলিশের তরফ থেকে পরিবারকে খবর দেওয়া হয়।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ৩০ বছর বয়সী ওই যুবকের নাম গোলাম মাসুদ, পলাশির জালিকা নগরে তার বাড়ি। তবে চালকের সহযোগী খালাসি রাত থেকেই বেপাত্তা হয়েছে বলে এলাকাবাসীর অনুমান। মৃত চালকের পরিবার থেকে দোসরা এসে পৌঁছেছেন শান্তিপুর থানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পলাশি থানার মাধ্যমে।
স্থানীয় বাসিন্দা সীতানাথ সিংহ জানান, আমি আজ সকালে আরতে আম নিয়ে যাচ্ছিলাম। সেই সময় দেখতে পাই একটা লরি পালটি মেরে নিচে পড়ে রয়েছে। ঘটনাস্থলে চালককে দেখতে পাওয়া গেলেও খালাসি পলাতক।