সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে লরি। ভেতরে দিব্যি ঘুমাচ্ছেন চালক ও খালাসি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া থেকে চাষ মোড় যাওয়ার পথে ৩২ নম্বর জাতীয় সড়কে রুদরা গ্রামের কাছে।
স্থানীয়ভাবে জানা গিয়েছে, গতকাল রাতে একটি দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎই আগুন লেগে যায়। জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। ওই রাস্তা দিয়ে অনেকেই পেরিয়ে গেলেও সাহায্য করতে দেখা যায়নি কাউকেই। এমনকি ওই এলাকায় অনেক সিভিক ভলান্টিয়ার থাকলেও কেউ থানায় খবর পর্যন্ত দেয়নি বলে জানা গিয়েছে। পরে যখন পাশের গ্রামের এক সিভিক ভলান্টিয়ার মারফত খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তখন গাড়ির নিচের অংশটি পুরো ছাই হয়ে যায়।
দমকল কর্মীরা ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় গাড়ি স্টার্ট হতে। তখন তাঁরা বুঝতে পারেন যে গাড়ির ভেতরে কেউ আছে। পরে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেন তারা। যদিও দু’জনেই অক্ষত অবস্থায় রয়েছেন। তবে তারা মদ্যপ ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে কীভাবে গাড়িতে আগুন লাগলো তা নিয়ে রহস্যই থেকে গিয়েছে।