পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: “মানুষের পাশে মানুষের জন্য,” এই আদর্শকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে আজ এক ঐতিহাসিক দিনের শুরু। খড়্গপুর ২ নম্বর ব্লক ও নারায়ণগড় ব্লকের মধ্যে বহু প্রতীক্ষিত সংযোগস্থাপনকারী বেনাপুর-সাঙ্গাড় থেকে সাগুনা পাঁচপাড়া পর্যন্ত কংক্রিটের রাস্তার নির্মাণের সূচনা করা হলো।

এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ নিতে চলেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণের। অবশেষে সেই দাবি পূরণে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ।
রাস্তাটির নির্মাণ কাজের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। তিনি জানান, “মানুষের জন্য উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করে তোলাই আমাদের অঙ্গীকার। এই রাস্তা তৈরি হলে শুধু দুই ব্লকের সংযোগই মজবুত হবে না, বরং ব্যবসা, কৃষিকাজ এবং সাধারণ মানুষের যাতায়াতেও আসবে আমূল পরিবর্তন।”

আজকের দিনটিকে ঘিরে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা। এলাকাবাসী খুশি, আনন্দিত এবং কৃতজ্ঞ। অবশেষে বহু বছরের অবহেলিত রাস্তাটি পেতে চলেছে আধুনিক রূপ। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ জেলা পরিষদ ও পঞ্চায়েতের কার্যকর্তারা।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই রাস্তাটি আমাদের বহুদিনের দাবি ছিল। আজকের দিনটি আমাদের কাছে উৎসবের সমান। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

