বৃষ্টির মধ্যে সক্রিয় ভূমিকা নিয়ে লকডাউন কার্যকর করল সাদা পোশাকের লাঠিধারি বীজপুর থানার পুলিশ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ আগস্ট: বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই লকডাউন কার্যকর করতে সক্রিয় ভূমিকা পালন করল সাদা পোশাকের বীজপুর থানার পুলিশ কর্মীরা। বীজপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকেই টহল দিতে দেখা গেছে সাদা পোশাকের পুলিশ কর্মীদের। রাস্তায় লকডাউন ভেঙে টোটো নিয়ে বাইরে বেরনোয় বৃহস্পতিবার ওই টোটো চালককে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করায় পুলিশ কর্মীরা। কাঁচরাপাড়ার যে সব এলাকায় লকডাউন ভেঙে দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা। পুলিশ গিয়ে সেই দোকান বন্ধ করে দেয়। পাড়ার মোড়ে আড্ডা দেওয়া বেশ কিছু যুবককে কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা হল চত্বরে ধাওয়া করে তাদের বাড়িতে ঢুকিয়ে দেয়।

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে লকডাউন। এদিকে উত্তর ২৪ পরগনা জেলায় সকাল থেকেই শুরু হয়েছে ভারি বৃষ্টি পাত। ব্যারাকপুর শিল্পাঞ্চল শহরজুড়ে চলছে ভারি
বৃষ্টিপাত। একে বৃষ্টি তার সঙ্গে সরকারি নির্দেশে লকডাউন চলছে রাজ্য জুড়ে। সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকে ব্যারাকপুর শহরে লোকজন খুব বেশি বাইরে বেরোয়নি। যারা গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ছিল তারা খুব জরুরি কাজ নিয়েই বাইরে বেরিয়েছিল। ব্যারাকপুর শহরে বাড়ির বাইরে বেরনো নাগরিকদের একাধিক জায়গায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকেই চলছে নাকা চেকিং। ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর বিটি রোড, ঘোষপাড়া রোড, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে সকাল থেকেই নাকা চেকিং শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। অযথা বাড়ির বাইরে বেরোলে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর বাড়ি ফিরিয়ে দিয়েছে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ কর্মীরা সাদা পোশাকে রাস্তায় নজরদারি চালিয়েছে এবং লকডাউন কার্যকর করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রের খবর, শুক্রবারও সক্রিয় থাকবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *