পশ্চিমবঙ্গে ১৯ জুলাই পর্যন্ত বাড়ল লকডাউন

রাজেন রায়, কলকাতা, ১৪ জুলাই: হাজার চেষ্টা সত্ত্বেও কিছুতেই কমানো যাচ্ছে না করোনা ভাইরাসের করাল গ্রাস। হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। কলকাতার সঙ্গে প্রত্যেক দিন সংক্রমণের রেকর্ড গড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। পিছিয়ে থাকছে না অন্য জেলাগুলিও। এই পরিস্থিতিতে রাজ্যের কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হল। আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বাংলার কনটেনমেন্ট জোনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ৯ জুলাই থেকে ৭ দিনের জন্য কনটেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় কঠিন সিদ্ধান্ত নিতেই হল রাজ্য সরকারকে। জানা গিয়েছে, কলকাতা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ, শিলিগুড়ি এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। তাই এখানে বিশেষ কর় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাতেই সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *