আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ অক্টোবর: উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মী ও তার সঙ্গীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল বাইকে সওয়ার দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া অঞ্চলে। পাতুলিয়া অঞ্চলে দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব, কিন্তু পুলিশ উদাসীন। সেই কারণে প্রসেনজিৎ সাহার উপর বোমা ছোঁড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
দীর্ঘদিন ধরেই খড়দহ বিধানসভা অঞ্চলে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মঙ্গলবার রাতে খড়দহের পাতুলিয়া এলাকার সক্রিয় তৃণমূল কর্মী প্রসেনজিৎ সাহা কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে তার বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে বোমায় ঠাসা একটি ব্যাগ ছুড়ে মারে বলে অভিযোগ। যদিও ওই ব্যাগের ভেতর রাখা কোনও বোমাই বিস্ফোরণ হয়নি। তবে বোমা ছোঁড়ার ফলে আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে আহত হন প্রসেনজিৎ। রহড়া থানায় এই ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়।
প্রসেনজিৎ সাহার বক্তব্য, “যারা হামলা করেছে, তারা কুখ্যাত তোলাবাজ। এই এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে আমার উপর হামলা করেছে। এই দুষ্কৃতীদের পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করুক। এরা শান্ত এলাকা অশান্ত করতে চাইছে।” এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর বৈশ্য। দুষ্কৃতীদের দাপটে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষ সহ তৃণমূল কর্মীদের। অভিযুক্ত এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাদের এই থানা ঘেরাও এবং বিক্ষোভ বলে জানিয়েছেন পাতুলিয়ার তৃণমূল নেতা কিশোর বৈশ্য।
এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা চণ্ডীচরণ রায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। তার থেকে আলাদা নয় এই খড়দহ বিধানসভা। তবে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এর প্রতিবাদ করবে এবং বাংলায় বিজেপিকেই ক্ষমতায় আনবে ।”
এদিকে প্রসেনজিৎ সাহার উপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে রহড়া থানার পুলিশ।