কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: আজ সকাল থেকে ঘাটালের ১০ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা জলে জমে থাকা কচুরি পানা সরানোর কাজ শুরু করেন। জলে প্রচুর কচুরি পানা জমে থাকার ফলে যাতায়াত কষ্টকর হয়ে উঠেছে। তাই স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় আজ সকাল থেকে কুড়ি পঁচিশ জন যুবক পানা সরানোর কাজ শুরু করে। গড়প্রতাপনগর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে পানা সরিয়ে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকোয় করে পানার জন্য যাতায়াত করা যাচ্ছে না। গন্তব্যস্থলে পৌঁছাতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। স্থানীয় বাসিন্দা বলরাম সাঁতরা, সায়ন বেরা বলেন নিজেরাই উদ্যোগ নিয়ে তাই এই কাজ শুরু করেছি।

