অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ মার্চ:
সোমবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বাঁকড়া বাস স্ট্যান্ডের বিশ্রামাগারে এক অন্তঃসত্ত্বা মহিলা সহ একটি শিশুকে অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় ভিলেজ পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ওই মহিলার নাম ফুলমনি হেমব্রম, তাঁর স্বামীর নাম সুবল মুদি, সে মদ খেয়ে পড়ে থাকে।তাই ফুলমনি হেমব্রম তার শিশু পুত্রকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রাত কাটান। এরপর ভিলেজ পুলিশ বিষয়টি জানায় সাঁকরাইল থানায়। খবর পেয়ে মহিলা পুলিশ সহ সাঁকরাইল থানার পুলিশ কর্মীরা ওই এলাকায় আসে।
এরপর ওই মহিলা সহ শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ। এর আগেও সাঁকরাইল থানার পুলিশের মানবিক মুখ দেখেছেন এলাকার বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় সাঁকরাইল থানার পুলিশ দ্রুত অসহায় ওই মহিলা ও একটি শিশুকে উদ্ধার করে যেভাবে চিকিৎসার ব্যবস্থা করে তাতে খুশি ওই এলাকার বাসিন্দারা। অসুস্থ গর্ভবতী মহিলা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সেই জন্য বাঁকড়া এলাকার বাসিন্দারা পুলিশ কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

