জে মাহাতো, মেদিনীপুর, ১৩ নভেম্বর:
তৃণমূলের মিছিলে যায়নি বলে একশো দিনের কাজ থেকে জব কার্ডধারী শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেl শুক্রবার ঘটনাটি ঘটেছে ঘাটালের দীর্ঘগ্রাম এলাকায়l এদিন সকালে দীর্ঘগ্রাম বরকতিপুরে একশো দিনের কাজ শুরু হলে জব কার্ডধারী শ্রমিকরা কাজ করতে যানl সেই সময় স্থানীয় তৃণমূল নেতারা সেখানে পৌঁছে শতাধিক শ্রমিককে কাজ করতে বাধা দেয় বলে
অভিযোগ।
কাজে বাধা প্রাপ্ত শ্রমিকরা অভিযোগ করেন, ওই নেতারা বলেন, গতকাল মনসুকা এলাকায় তৃণমূলের যে মিছিল ছিল সেই মিছিলে তারা যেহেতু যোগ দেননি তাই তাদের কাজ করতে দেওয়া হবে নাl এরপর শ্রমিকদের সঙ্গে তৃণমূল নেতা রঞ্জন চালক ও রাজকুমার ধলের বাদানুবাদ শুরু হয় এবং শতাধিক শ্রমিক কাজ না করে ফিরে যানl শ্রমিকরা বলেন, কোনো দলের মিছিল মিটিংয়ে যাওয়া তাদের বাধ্যতামূলক নয়l তারা দিন আনা দিন খাওয়া মানুষ।
শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা রাজকুমার ধল বলেন, মিছিলে না যাওয়ার জন্য নয়, একশ দিনের কাজে মাটি কাটা নিয়ে দ্বিমত হয়েছিলl যেখানে মাটি কাটার কথা ছিল সেখানে না হয়ে অন্য জায়গায় মাটি কাটার কাজ শুরু হয়েছিলl তাই কিছু শ্রমিককে ফিরে যেতে হয়েছেl স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একশো দিনের কাজের প্রকল্পে পঞ্চায়েতের সুপারভাইজার দেখভাল করে থাকেন এবং তিনিই জব কার্ডধারী শ্রমিকদের নিয়োগ করেনl এক্ষেত্রে তৃণমূল নেতারা উপস্থিত হয়ে খবরদারি চালিয়ে শ্রমিকদের বঞ্চিত করেছেন।