আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: এক দেশ এক নির্বাচনের বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে আইন কমিশন। বুধবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসে কমিশন। সূত্রের খবর, এক দেশ এক আইন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধন প্রয়োজন বলে মনে করেছে আইন কমিশন। এক দেশ এক নির্বাচন কার্যকরের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সেই কমিটির প্রথম বৈঠক হয়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন সেই কমিটির নির্দেশে রিপোর্ট তৈরি করছে আইন কমিশন।
সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধনের প্রয়োজন বলে মনে করছে কমিশন। এই বিষয় নিজেদের রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে বলে খবর।
২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে দেশের বিভিন্ন স্তরের নির্বাচনগুলিকে কিভাবে একসাথে করা যায় সেটার টাইম লাইন তৈরীর কাজ খতিয়ে দেখা হচ্ছে।

