স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, ১৩ নভেম্বর:
শান্তিপুর থানার অন্তর্গত পাঁচপোতা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কৃষ্ণনগরের এক দম্পতি তার প্রাইভেট গাড়ি করে দমদম থেকে বাড়ি ফিরছিলেন। পাঁচপোতা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি টোটো কে ওভারটেক করতে গিয়ে বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট গাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ওই দম্পতি গুরুতর জখম হন। তারপর শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ওই দম্পতি কে ছেড়ে দেওয়া হয়।