আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ নভেম্বর: কালী পুজোয় কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা দিল স্বেচ্ছাসেবী সংস্থা সত্যমেব জয়তে এবং কিঙ্কিনি ডান্স একাডেমি। শনিবার রাতে রামপুরহাট সানঘাটাপাড়ায় তাদের পুজো মণ্ডপের সামনে আনুষ্ঠানিক ভাবে সকলকে সম্বর্ধনা জানানো হয়।
কোভিড যোদ্ধার তালিকায় ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, দমকল কর্মী এবং সাফাই কর্মীরা। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডান্স একাডেমির কর্ণধার কাকুলি মণ্ডল বলেন, “লকডাউনের সময় আমরা এই সমস্ত মানুষদের রাস্তায় নেমে কাজ করতে দেখেছি। স্বাস্থ্য কর্মীরা সামনের সারিতে থেকে কোভিড আক্রান্তদের সুস্থ করার লড়াই চালিয়ে যাচ্ছেন। কেউ মানুষকে সচেতন করেছেন তো কেউ অভুক্ত মানুষের পাশে থেকে তাদের দুবেলা অন্ন জুগিয়েছেন। আবার সাফাই কর্মীরা শহরকে পরিষ্কার রেখে মহামারিকে রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সমস্ত মানুষদের কাজের সম্মান দিতে পেরে ভালো লাগছে”।
রাম্পুরহাত থানার আই সি সন্দীপন চট্টোপাধ্যায় বলেন, “এই দুই সংস্থা আমাদের সম্বর্ধনা দিয়ে দায়িত্ব আরও বাড়িয়ে দিল। তবে কর্তব্যে আমরা পিছিয়ে আসব না”। কোভিড লড়াইয়ের সামনের সারিতে থাকা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট সুদীপ্ত মণ্ডল বলেন, “প্রথম দিকে এই লড়াই করতে পারব কিনা তা নিয়ে আতঙ্কে ছিলাম। আমি নিজে যখন আক্রান্ত হলাম তখন অসহায় লাগছিল। কারন কেউ কাছাকাছি আসছে না। কথা বলছে না। ধীরে ধীরে মানুষের মধ্যে কিছুটা সচেতনতা আনতে পেরেছি। মানুষও সাবধানতা অবলম্বন করে চলছেন। তবে আমরা সকলে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে চললে কোভিডকে হারাতে পারব”।