নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ জুলাই: লালবাজারের পরিবর্তে এবার নেতাজি ইন্ডোরে হচ্ছে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্স। করোনার লকডাউনে আড়াই মাসের বেশি বন্ধ ছিল কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্স। সম্প্রতি লালবাজারে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক বিভাগীয় ডিসিরা উপস্থিত থাকলেও ওসিরা ছিলেন না। ছিলেন না এসিরাও। এবার নেতাজি ইন্ডোরে সব থানার ওসি ও এসিদের নিয়ে ক্রাইম কনফারেন্স করবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
জুন মাসের অপরাধ ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন কলকাতার পুলিশ কমিশনার সহ অন্য কর্তারা। প্রথম লকডাউনে কলকাতায় অপরাধের গ্রাফ একেবারে নিম্নমুখী ছিল। কিন্তুু আনলক ওয়ান শুরু হতেই অপরাধ গ্রাফ কিছুটা উদ্বমুখী। শহরে বৃদ্ধি পেয়েছে বাইক চুরির ঘটনা। ব্যাঙ্ক বা এটিএম ভেঙ্গে টাকা লোপাট করার ঘটনা ঘটেছে কলকাতায়, যা নিয়ে উদ্বিগ্ন লালবাজারের শীর্ষ কর্তারা।
অন্যদিকে, কলকাতায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কলকাতা পুলিশ কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। তারজন্যও চিন্তিত লালবাজার। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে ক্রাইম কনফারেন্স হয় তারজন্য লালবাজার এড়িয়ে গেলেন উচ্চপদস্থ আধিকারীকরা। নেতাজি ইন্ডোরে সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্রাইম কনফারেন্স করবেন অনুজ শর্মা সহ শীর্ষ পুলিশ কর্তারা।