নীল বনিক, আমাদের ভারত, ১৮ এপ্রিল: করোনা জীবানুমুক্ত করা হলে এবার কলকাতা হাইকোর্ট। শনিবার সকালে দমকল কর্মীরা আসেন কলকাতা হাইকোর্টে। সকাল ১১টা নাগাদ বিশেষ রাসায়নিক স্প্রে করে মারণ ভাইরাসের জীবানুমুক্ত করা হয়। প্রথমেই কলকাতা হাইকোর্টের এজলাস গুলি জীবানুমুক্ত করেন দমকল কর্মীরা। এরপর আইনজীবীদের বসার ঘর থেকে ক্যান্টিন সব জায়গা করোনার জীবনুমুক্ত করাহয়। এমনকি হাইকোর্টের সামনে গাড়ি পার্কিং করার জায়গাগুলিও জীবানুমুক্ত করেন দমকল কর্মীরা।
প্রসঙ্গত, কলকাতার সমস্ত সরকারি অফিসগুলিতে কয়েকদিন ধরে চলছে করোনার জীবানুমুক্ত করার কাজ। শুক্রবার রাজ্য বিধানসভা জীবানুমুক্ত করা হয়। শনিবার রাজ্যের সর্বচ্চো আদাল জীবানুমুক্ত করলেন দমকল কর্মীর