আমাদের ভারত, ১৬ মার্চ: গোটা দেশজুড়ে ঝড় তুলেছে যে ছবি, তার নাম দ্য কাশ্মীর ফাইলস। ১১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির পর থেকেই বক্স অফিসে সুনামি তুলেছে এই ছবি। শুধু মঙ্গলবারই ১৮ কোটি কালেকশন করেছে দ্য কাশ্মীর ফাইলস। এখনো পর্যন্ত ছবির মোট কালেকশন দেশজুড়ে ৬০ কোটি টাকা।
বক্সঅফিস কাঁপানো এই ছবি শুক্রবার ব্যবসা করেছে ৩.৫৫ কোটি, শনিবার ৮.৫০ কোটি, রবিবার ১৫.১০ কোটি, সোমবার ১৫.৫ কোটি। মঙ্গলবার ১৮ কোটির ব্যবসা করে ভারতে এখন পর্যন্ত মোট ৬০ কোটি কালেকশন এই ছবির।
দ্য কাশ্মীর ফাইলস সম্প্রতি বলিউডের মুক্তি পাওয়া একাধিক হিট ছবি আলিয়া ভাটের গাঙ্গুবাঈ কাঁথিয়াবাড়ি, সূর্য বংশী, ৮৪ দ্য ফিল্ম এর মতো ছবির প্রথম চারদিনের ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে। এমনটাই জানাচ্ছেন ট্রেড অ্যানালিসিস তরুণ আদর্শ। তাঁর কথায় এই ছবি বক্সঅফিসে সুনামি তোলার দিকে এগোচ্ছে। তবে চমক শুধু এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ২০০ কোটির ক্লাবে নাকি অনায়াসেই ঢুকে যেতে পারে এই ছবিটি।
বিশ্লেষকদের মতে এই ছবিটি যে ব্যবসা করছে তা কম বাজেটের ছবি ক্ষেত্রে বিরলতম ঘটনা। এনালিস্ট সুমিত গোয়েলের কথায় ছবিটি ৬০০টি পর্দায় মুক্তি পেয়েছিল রবিবার, পরে পর্দার সংখ্যা বেড়ে ২০০০ হয়ে যায়। এই মুহূর্তে দেশজুড়ে ২৫০০টি বড় পর্দায় দেখানো হচ্ছে ছবিটি। আর এই ছবির বক্স অফিস কালেকশন ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ এটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
মিরাজ সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর অমিত শর্মা জানিয়েছেন, গোটা দেশে যখন কাশ্মীর ফাইলস ছবিটি রিলিজ হয় তখন ঘরের দর্শক ছিল ৫০০০, শনিবার সেটা হয় ১৩ হাজার, রবিবার ২৪ হাজার দর্শক, সোমবার প্রায় ৩৫ হাজার দর্শক দেখে সিনেমাটি।
কেবলমাত্র মিরাজ সিনেমাতেই নয় বুক মাই শো–র সিইও আসিফ সাক্সেনা জানিয়েছেন প্রথম সপ্তাহে প্রায় ১.৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। এই ছবিটির বিষয়ে আশাবাদী হল মালিকরা। তাদের দাবি, টিকিট বিক্রির দিকে ছবিটি হাসতে খেলতে খেলতে ২০০ কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। আইনক্সের তরফে জানা গিয়েছে, প্রথম সপ্তাহেই ছবির প্রায় ৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে।
অন্যদিকে দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে উত্তপ্ত রাজনীতির আঙ্গিনাও। ছবিটিকে করমুক্ত করে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। এই ছবির ভুয়সী প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি মূলত কাশ্মীরের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর তৈরি। ১৯৯০ এর দশকে যেভাবে কাশ্মীরি হিন্দুদের উপত্যকা ছাড়া করা হয়েছিল সেই ভয়াবহ স্মৃতির পাতা থেকে এই ছবি গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার,মৃণাল কুলকার্নি প্রমুখ।