কান্দি রনগ্রাম ব্রিজ বন্ধ, প্রতিবাদে পথে নামল কংগ্রেস

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগে ফের বন্ধ করা হয়েছে রনগ্রাম ব্রিজ। রনগ্রাম ব্রিজ কার স্বার্থে বন্ধ করা হল এই অভিযোগে মঙ্গলবার সকালে কান্দিতে পথে নামল কান্দি মহকুমা কংগ্রেস। কান্দি পাখমাড়া ডোব থেকে কান্দি মহকুমা শাসক অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি কান্দি মহকুমা শাসক রবি আগরওয়াল কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। কান্দি মহকুমা শাসক অফিসে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়।

কংগ্রেসের দাবি, অবিলম্বে রনগ্রাম ব্রিজ চালু করতে হবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক সফিউল আলম খান, ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জি ও মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *