অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: সোমবার প্রায় গোটা দিন বইমেলায় ব্যস্ত ছিলেন ‘জোকার’ নীলকন্ঠ বিশ্বাস। একটু সুন্দর ভাষায় পরিচয়টা ‘জীবন্ত মডেল‘ বা ‘মুখোশের আড়ালে’।
এই প্রতিবেদককে তিনি বলেন, “আমি গ্রামের ছেলে। বাড়ি হুগলির জিরাটে। এখন অবশ্য নিউটাউনে থাকি। বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ২০১৩ থেকে আমি জীবন্ত মডেলের কাজ করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। সে কারণে আমার বইমেলায় আসা। জোকার, চার্লি চ্যাপলিন, ছোটা ভিম, স্পাইডারম্যান—এ সব সেজে বাচ্চাদের মনোরঞ্জন করি। অনেকে আমার সঙ্গে ছবি তোলেন। দয়াপরবশ হয়ে কেউ কেউ দশ-বিশ টাকা হাতে ধরিয়ে দেন। এটাই আমার আয়। ঘরে স্ত্রী-বাচ্চা আছে।
নীলকন্ঠ জানান, “কেউ কেউ আমার যোগাযোগের নম্বর নিয়ে যান কোনও পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে আকর্ষণ বাড়ানোর ইচ্ছেয়। আসলে সবাইকে আনন্দ দিয়ে আমি আমার কষ্ট ঢেকে রাখার চেষ্টা করি। বইমেলার সমাবেশ আমার কাছে তাই একটা আশীর্বাদ।“

