আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ আগস্ট: বাড়ির একাংশ রাস্তায় মধ্যে রয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ বেশ কয়েকবার জানানো পরেও বাড়ির মালিক বাড়ি ভাঙ্গছিলেন না বলে অভিযোগ। শেষ পর্যন্ত হাই কোর্টের নির্দেশে পুলিশের উপস্থিতিতে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে ভেঙ্গে দিল বাড়ির বেআইনি নির্মাণ।
জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইনে বাসিন্দা বেলা নন্দী। তার বাড়ির একাংশ রাস্তায় মধ্যে ছিল বলে অভিযোগ৷ ভুমি দফতর জমি মাপজোক করে গিয়েছে। বাড়ির পাশে বারো ফুটের রাস্তা থাকার কথা, কিন্তু তা ছোট হয়ে গেছে। বাড়ির একাংশ রাস্তায় মধ্যে ছিল। ভুমি দফতর মাপজোক করে জানিয়ে দিয়েছেন। মালিককে রাস্তার জায়গার অংশের বাড়ি ভেঙ্গে দেওয়ার নোটিশ দেওয়া হয় একাধিকবার। সেই নোটিশ দেওয়ার পরেও কাজ হচ্ছিল না।

বাধ্য হয়ে বুধবার কোতোয়ালি থানায় আইসি অর্ঘ্য সরকার এবং পুর কর্তৃপক্ষের উপস্থিতিতে বাড়ির বেআইনি নির্মাণ ভেঙ্গে দেওয়া হল। যদিও বাড়ির মালিক পক্ষের তরফে কাকলি নন্দী ধর বলেন, “আমাদের ১৬ সেডিমেল জমি রয়েছে। ১৩ ডেসিমেল জমি দেখানো হচ্ছে। না জানিয়ে ভেঙ্গে দেওয়া হল বাড়ির একাংশ।”

জলপাইগুড়ি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যশোপ্রকাশ দেবদাস বলেন, “হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে দেওয়া হল বাড়ির একাংশ। একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের বেধে দেওয়া দিন পার হয়ে গিয়েছে। দেরি হলে হাইকোর্টের অবমাননা করা হতে পারে। এই কারণে ভেঙ্গে দেওয়া হল।”

