আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ নভেম্বর: আগামী ২০২৪ সালের জুন, জুলাই মাস নাগাদ চালু হতে চলেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পাহাড়পুর জাতীয় সড়কের পাশে স্থায়ী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ৷ শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন বিচারপতি শম্পা সরকার ও বিশ্বজিৎ বসু। এখনও পর্যন্ত আদালত বিল্ডিংয়ের কাজ দেখে খুশি বিচারপতিরা৷
এদিন সকালে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিশ্বজিৎ বসু সকাল সাড়ে এগারোটা নাগাদ পাহাড়পুরে অবস্থিত স্থায়ী নির্মীয়মান আদালত বিল্ডিংয়ের কাজ খতিয়ে দেখতে আসেন৷ এই কাজের সাথে যুক্ত সমস্ত দপ্তরকে সঙ্গে নিয়ে প্রায় দেড় ঘণ্টা সরেজমিনে থেকে বৈঠক করেন তারা৷ বৈঠক শেষে গোটা ক্যাম্পাস সমস্ত আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন বিচারপতিরা।
বিচারপতিরা জানিয়েছে, জাতীয় সড়কের পাশে আদালতে প্রবেশ করার জন্য একটি সার্ভিস রোড প্রয়োজন, সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাশাপাশি রাস্তার ধারে থাকা বিদ্যুতের তারগুলিকে সরাতে বলা হয়েছে। সদর ব্লকের পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর মোড় ও গোশালা মোড়ের মাঝে জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে এই ভবনটি। এই আদালত ভবনে ১৬টি কোর্ট রুম রয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালের জুন, জুলাই মাস থেকে চালু হয়ে যাবে স্থায়ী ভবনে আদালতের কাজ বলে জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিশ্বজিৎ বসু।