স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ জুলাই:
রবিবার গুরু পূর্ণিমার দিন থেকে ফের খুলল মায়াপুরের ইস্কন মন্দির। টানা ১০৩ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দির প্রাঙ্গন। তবে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ইস্কন কর্তৃপক্ষ।
ইস্কন মন্দির মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে সাধারণ মানুষ দর্শনের সুযোগ পেলেও মাটিতে শুয়ে প্রণাম করতে পারবেন না। মন্দিরে প্রবেশ করার সময় প্রত্যেক ভক্তকে প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে। এরপর হাত স্যানিটাইজ করে ও মুখে মাস্ক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। আপাতত মন্দির সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে।