বিরসা মুন্ডার জন্মদিন পালন করলেন রামপুরহাটের বুদ্ধিজীবীরা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ নভেম্বর: আদিবাসীদের কাছে ভগবান বিরসা মুন্ডার জন্ম দিন পালন করলেন রামপুরহাটের বুদ্ধিজীবীরা। রবিবার সকালে রামপুরহাট পুরসভার মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন দুই আদিবাসী যুবক। এরপর উপস্থিত সকলে একে একে পুস্পার্ঘ্য নিবেদন করেন।

এরপর ব্রিটিশদের বিরুদ্ধে বিরসা মুন্ডার আন্দোলন, কেন তিনি আদিবাসীদের কাছে ভগবান এবং তাঁর জল জঙ্গল নিয়ে আন্দোলনের কথা তুলে ধরেন নাট্যকার অমিতাভ হালদার। উপস্থিত ছিলেন আইনজীবী দোলগোবিন্দ হালদার, চিকিৎসক দিপেন্দ্র পণ্ডিত, প্রাক্তন শিক্ষিকা বন্দনা গুহ, বর্তমান শিক্ষক হংস গোপাল, সুবিকাস বন্দ্যোপাধ্যায়, নাট্যকার সুভাষ চট্টোপাধ্যায় প্রমুখ। রামপুরহাট বুদ্ধিজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিরসা মুন্ডার জন্মদিন পালনের মধ্যে দিয়ে তাদের পথ চলা শুরু। আগামী দিনে নেতাজির ১২৫ বর্ষপূর্তি তারা বড় আকারে পালন করবে। এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক কাজেও তারা অংশগ্রহণ করবেন। দুঃস্থদের কম্বল বিতরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *