আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জানুয়ারি: ৫ জানুয়ারি ছিল জাতীয় পক্ষী দিবস। সেই উপলক্ষে রবিবার জলপাইগুড়ি বার্ড বাঁচাও সোসাইটির উদ্যোগে করলা ও তিস্তা সংলগ্ন এলাকায় পাখি চেনানোর উদ্যোগ গ্রহণ করা হলো। আধুনিক যন্ত্র, দূরবীণ এছাড়া পাখির ছবি তোলার ক্যামেরা দিয়ে হাতে কলমে বিভিন্ন প্রজাতির পাখির সঙ্গে পরিচয় করা হলো। এই উদ্যোগের নাম নেওয়া হয়েছে বার্ড ওয়াক।
পাখি নিয়ে কাজ করে যাচ্ছেন জলপাইগুড়ি বার্ড বাঁচাও সোসাইটি। পরিযায়ী পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা আগের তুলনায় কতটা কমেছে কিংবা বাড়ছে সেই সব তথ্য সংগ্রহ করে থাকে এই সোসাইটি। এদিন কাক ভোর থেকে তিস্তা ও করলা স্পার সংলগ্ন এলাকায় পাখি নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের পড়ুয়ারা। পাখি পরিবেশের ভারসাম্য ও বাস্তুতন্ত্র রক্ষার জন্য কতটা জরুরি কাজ করে সেগুলো তুলে ধরা হয়েছে বলে জানালেন সোসাইটির অন্যতম সদস্য অমিত ঠাকুর।
অন্যদিকে সোসাইটি ফাউন্ডার সদস্য বিশ্বপ্রিয় রাহুত বলেন, “৫ জানুয়ারি জাতীয় পক্ষী দিবস ছিল। সেদিন সকলে ব্যস্ত থাকে। এই কারণে এদিন পাখির সঙ্গে পরিচিত হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে এক কলেজ ছাত্রী প্রবাসা সরকার বলেন,
“বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম। অভিজ্ঞতা বাড়লো। অনেক পাখির সঙ্গে পরিচয় হল। দূরবীন ক্যামেরা দিয়ে পাখি দেখলাম।”

