জলপাইগুড়ি টাউন স্টেশনের পরিকাঠামোর কাজ এক মাসের মধ্যেই শুরু করা হবে, জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ জুলাই: অমৃত ভারত প্রকল্পের মধ্যে দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনের পরিকাঠামোর কাজ আগামী এক মাসের মধ্যেই শুরু করা হবে। যার মধ্যে প্ল্যাটফর্ম এক্সটেনশন যেমন থাকছে, একই ভাবে ১ নম্বর গুমটি এলাকায় ফুট ব্রিজের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের সুবিধার্থে প্ল্যাটফর্মে লিফট বসানো হবে। রবিবার টাউন স্টেশন পরিদর্শনে এসে এই কথা জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনের পর তিনি হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে যান।

এদিন সকালে স্টেশনে নেমে ডিআরএম সুরেন্দ্র কুমার যাত্রী পরিসেবা থেকে শুরু করে প্ল্যাটফর্ম, এমনকি অমৃত ভারত প্রকল্পের মধ্যে দিয়ে কি কি কাজ হবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আধিকারিকদের সাথে কথা বলেন এবং স্টেশন ঘুরে দেখেন। পরে তিনি জানান, এই প্রকল্পের মধ্যে দিয়ে স্টেশনের একটি নতুন রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। যাতে জলপাইগুড়ি শহরের মানুষের কাছে এই স্টেশন নজর কাড়তে পারে। তিনি বলেন, মূলত এই কাজ দুটি পর্যায়ে করা হবে। প্রথম পর্যায়ে স্টেশনের বাইরের বিল্ডিংয়ের রূপের পরিবর্তন করা হবে। সেই সাথে এক নম্বর গুমটি এলাকায় ফুট ব্রিজ তৈরি, লিফট বসানো হবে। পাশাপাশি প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ হবে। চার- পাঁচ মাসে অনেক কাজের পরিকল্পনা আছে এই স্টেশনে। পুজোর আগেই শুরু করে শেষ করা হবে। এর পরে স্টেশনের বাইরে বা ভেতরে ছোটো খাটো মার্কেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *