আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে সেলিমের ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। আর এই ঘৃণার ভাষণকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। বিরোধীদের সঙ্গে বিজেপির তরজা তুঙ্গে উঠেছে। এবার এই ঘটনায় আবারও একবার পদ্ম শিবির আক্রমণ শানালো ইন্ডিয়া জোটের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ইন্ডিয়া জোটের মূল এজেন্ডাই হচ্ছে সনাতন ধর্মের বিরোধিতা তথা বিলুপ্তি।
বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ওরা কি ভাবে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। তাঁর কথায়, “ইংরেজিতে একটা কথা আছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ওরা আসলে কি ভাবছে, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ইন্ডিয়া জোট তৈরিই হয়েছে সনাতন ধর্মের বিরোধিতার জন্য। সনাতন ধর্মকে শেষ করে দেওয়াই ওদের আসল লক্ষ্য।” মুখ্যমন্ত্রী স্টেলিনের ছেলের সনাতন ধর্ম বিরোধীতার মন্তব্যের সময়ে সেখানে ডিএমকের শিক্ষা মন্ত্রীরও সনাতন ধর্ম বিরোধী মন্তব্য প্রকাশ্যে এসেছে।
#WATCH | BJP MP Ravi Shankar Prasad says, "DMK Education Minister Ponmudy's remark has come to light. There is a saying in English 'The cat is out of the bag'. What they thought has become clear. INDIA alliance has been formed to oppose and finish Sanatana Dharma…He said this… pic.twitter.com/0YCcdHCMWU
— ANI (@ANI) September 12, 2023
রবিশঙ্কর বলেন, সনাতন ধর্মের বিরোধিতা করে ওরা আসলে ভোটব্যাঙ্ক রাজনীতি করছে। এটা ওদের পুরানো অভিসন্ধি। আমি কংগ্রেস ও তাদের সঙ্গীদের জিজ্ঞেস করতে চাই, ওদের কি সাহস আছে অন্য ধর্মের দেবতাদের কটাক্ষ করার? সেই সাহস কি ওদের আছে? ওরা তো অন্য ধর্ম সম্পর্কে নীরব। শুধু সনাতন ধর্ম নিয়েই বলতে পারে।” এমনকি সাংসদ এ রাজাকেও সম্প্রতি বলতে শোনা গেছে, উদয়নিধি নরম ভাবে বলেছিল, আমি বলব সনাতন ধর্ম কুষ্ঠের চেয়েও বেশি সংক্রামক। এবার এই বিতর্কে বিরোধীদেরও পাল্টা জবাব দিল বিজেপি নেতৃত্ব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মন্ত্রীসভার বৈঠকে বলেছিলেন, এই মন্তব্যের যোগ্য জবাব দেওয়া প্রয়োজন।

