পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ মার্চ: ব্রিজ থেকে নদীতে ঝাঁপ কিশোরের। দেহ উদ্ধারে আত্রেয়ীতে নামলো ডুবুরি। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায়। ঠাকুরদার শেষকৃত্যের দিনে নদীর জলে ঝাঁপ দিয়ে ওই কিশোরের এমন আত্মহত্যার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের নাম বিট্টু। এদিন দুপুরে মর্মান্তিক এমন ঘটনার খবর পেতেই আত্রেয়ীর পাড়ে ভিড় জমান সাধারণ মানুষ।
পরিবার সূত্রে খবর, প্রায় আট বছর আগে ওই কিশোরের বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে মায়ের সাথে পতিরামের সাহাপাড়া এলাকায় থাকতো বিট্টু। এদিন ভোররাতে তার ঠাকুরদার মৃত্যু হয়। প্রতিবেশীরা ঠাকুরদার শেষকৃত্যের জন্য মৃতদেহ নিয়ে শ্মশানের পথে রওনা হলে বিট্টু আত্রেয়ী নদীর ব্রিজ থেকে জলে ঝাঁপ দেয়। যে ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন শ্মশান যাত্রীরা। তবে ওই কিশোর তার ঠাকুরদার মৃত্যুর শোকেই আত্মঘাতী হয়েছে কিনা তা বলতে পারেনি তার পরিবারের সদস্যরা।
এদিকে এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌছায় পতিরাম থানার পুলিশ। পরিবারের লোকেদের সাথে কথা বলে ঘটনার তদন্তে নামবার পাশাপাশি নদী থেকে ওই কিশোরের দেহ উদ্ধারের জন্য ডুবুরিও নামায় পুলিশ।
শিবায়ন সরকার নামে মৃতর এক আত্মীয় বলেন, অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল বিট্টু। কিন্তু কিভাবে বা কেন এমন ঘটনা ঘটল তা তারা বুঝে উঠতেই পারছেন না।