কুমারেশ রায়, আমাদের ভারত,মেদিনীপুর, ১ মে:
ঝিনুকের মধ্যে দেবতার মূর্তি পাওয়া গেল ঘাটালে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘাটালের তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরে।
জানাগেছে, কৃষ্ণনগরের রাজা পাড়ার মুন্নি দাস নামে এক মহিলা প্রতিদিন গেঁড়ি, গুগলি, ঝিনুক সংগ্রহ করেন। সেগুলো বিক্রি করে সংসার চালান। সেরকমই আজ সকালে ১১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে নুনগোলার কাছে একটি পুকুর থেকে গেঁড়ি, গুগলি, ঝিনুক তুলে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে ঝিনুক গুলি ছাড়ানোর সময় একটি ঝিনুকের দুটি খোলের মধ্যে দুটি বজরংবলীর মূর্তি দেখতে পান। এই ঘটনায় তিনি অবাক হয়ে যাযন। তারপর ঝিনুকের খোলসকে সযত্নে ভক্তিভরে ঠাকুরের কাছে রেখে দেন ঐ মহিলা। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।