আমাদের ভারত, মালদা, ১১ ডিসেম্বর : মালদায় যুবতীকে পুড়িয়ে খুনের ঘটনায় পরিচয় জানা গেল ওই যুবতীর। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে ওই যুবতীর বাড়ি শিলিগুড়ি।
গত বৃহস্পতিবার মালদার ধান তলায় আম বাগানের ভেতর এক যুবতীর আগুনে ঝলসানো নগ্ন মৃতদেহ পাওয়া গিয়েছিল। এই নিয়ে হৈচৈ শুরু হয়। এতদিন পর সেই যুবতীর পরিচয় জানা গেল। জানা গেছে ওই যুবতীর বাড়ি শিলিগুড়ি অম্বিকা নগরে।, বয়স ২৪ বছর। ঘটনার খবর জানতে পেরে আজ তাঁর মা শিলিগুড়ি থেকে মালদা এসেছেন। তিনি মৃতদেহ শনাক্ত করেছেন। তার মা জানিয়েছেন, ছোটন নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। গত দু তারিখে সেই যুবকের সঙ্গে দেখা করতে সে মালদায় আসে। তারপর থেকে তার আর কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার খবর জানতে পেরে তিনি গতকাল মালদায় আসেন এবং মেয়ের দেহ শনাক্ত করেন। গত দুদিন আগে মালদার পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে চার জনকে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ যুবতীর মা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।