আমাদের ভারত, ১২ জুলাই: বিভিন্ন কৃষক উৎপাদক সংস্থার (এফপিও) মাধ্যমে প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি (প্যাকস) শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে চায় কেন্দ্র। এই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ ১৪ জুলাই নতুন দিল্লিতে “এফপিও’র মাধ্যমে প্যাকস শক্তিশালীকরণ” একদিনব্যাপী বড় সমাবেশের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সহকারের মাধ্যমে সমৃদ্ধি”-র দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন এবং সমবায় মন্ত্রী অমিত শাহের প্রচেষ্টায়, সম্প্রতি সমবায় ক্ষেত্রে ১১০০ টি নতুন এফপিও গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফপিও প্রকল্পের অধীনে, প্রতিটি এফপিও-কে ৩৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এফপিও-র প্রসার ও হ্যান্ড হোল্ডিংয়ের জন্য ক্লাস্টার ভিত্তিক ব্যবসায়িক সংস্থাগুলিকে (সিবিবিও) এফপিও প্রতি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়।
কৃষিকাজকে মজবুত করতে এবং জীবিকা বৃদ্ধিতে এবং কৃষির উপর নির্ভরশীলদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে এফপিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এফপিও, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক/উৎপাদকদের ন্যায্য দাম পেতে, পরিবহন খরচ কমাতে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে।

