স্ত্রীর সঙ্গে প্রেমের প্রতিবাদ করায় স্বামীকে বেধড়ক মারধর, অভিযোগ বনগাঁর নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: নেশা মুক্তি কেন্দ্রের এক কর্মীর স্ত্রীর সঙ্গে গোপনে কথা ও মোবাইলে চ্যাট করত নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত এমনটাই অভিযোগ। প্রতিবাদ করায় ওই কর্মীকে বেধড়ক মারধর করল নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত ও তার সঙ্গীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

সূত্রে জানা যায় যে, বনগাঁ থানার গোবড়াপুর এলাকার বাসিন্দা অমিত চক্রবর্তী বিগত বেশ কয়েক মাস ধরে নেশার সমস্যার জন্য ভর্তি ছিল বনগাঁর পাইকপাড়ার একটি নেশা মুক্তি করণ কেন্দ্রে। চিকিৎসা শেষ হলেও অমিত নেশা মুক্তি করণ কেন্দ্রে কাজ করতেন। অমিত জানতে পারেন, যে তার অজান্তে ওই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে ফোনে গোপনে কথাবার্তা বলছেন। অমিত শনিবার সন্ধ্যায় নেশা মুক্তি কেন্দ্রে এসে তার প্রতিবাদ করে। তখন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত ও তার সঙ্গীরা অমিতকে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি ওই নেশা মুক্তি করণ কেন্দ্র থেকে তাকে তাড়িয়ে দেয়। ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে পাইকপাড়া মোড়ের কাছে পুনরায় অমিতকে আটকে বাইক থেকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে নেশা মুক্তি করণ কেন্দ্রের কর্ণধার ও তার দলবল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনগাঁ রিকভারিং গ্রুপের সদস্যরা। রিকভারিং গ্রুপের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা অমিতকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। অমিত বর্তমানে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। বনগাঁ রিকভারিং গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো নেশা আসক্ত মানুষ পাগল না, না সে মানসিক ভাবে অসুস্থ। অমিতের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে তাঁর সংসার নষ্ট করছে পার্থ, আমারা এর ধিক্কার জানাই। ঘটনা থানায় জানানো হয়েছে। পুলিশ পদক্ষেপ না নিলে, এই ঘটনার প্রতিবাদের, প্রয়োজন হলে তারা বৃহত্তম আন্দোলনের পথে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *