Husband, Santipur, ধারালো বঁটি দিয়ে স্ত্রীর দেহ থেকে মাথা আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর, বাবার ফাঁসির দাবি মেয়ের

আমাদের ভারত, নদিয়া, ২৯ এপ্রিল: নিজের স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের পৌরপুটি তলা এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার। মৃত ওই গৃহবধূ নাম শ্রাবণী সরকার।

জানা যায়, আজ সন্ধ্যার পর তার একমাত্র দশম শ্রেণির নাবালিকা মেয়ে প্রাইভেট টিউশন পড়তে যায়। তখন ওই গৃহবধূ বাড়িতে একাই ছিল। ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। অভিযোগ, এরপরেই ধারালো বঁটি দিয়ে গলায় একাধিক কোপ মারে অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার। সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূ শ্রাবণী সরকারের। এরপর অভিযুক্ত নিজেই শান্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত বুদ্ধদেব সরকার জুয়াতে আসক্ত ছিল। প্রতিবছরই সে জুয়া খেলতো। যার কারণে তাদের মাঝেমধ্যে অশান্তি লেগেই থাকতো। এর আগেও জুয়াতে হেরে গিয়ে সে নিজেই একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। হয়তো সেই কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

অন্যদিকে তার নাবালিকা মেয়ে বলে, আমার বাবাই এই কাজটা করেছে। যে এতটা হিংস্র হতে পারে, আমি চাই তার ফাঁসি হোক। সে বেঁচে থাকুক আমি সেটা চাই না। সে আরো বলে, মাঝেমধ্যেই দু’জনের মধ্যে অশান্তি হতো। তবে কী কারণ নিয়ে অশান্তি হতো তা সুস্পষ্টভাবে আমি জানি না।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, বুধবার ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি অভিযুক্ত বুদ্ধদেব সরকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এই খুন তাও জানার চেষ্টা করছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *