নদীয়ায় একজনের প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে পালাল আরএক প্রতিবন্ধী মহিলার স্বামী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ জুলাই:
এক প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে পলাতক আরএক প্রতিবন্ধী পরিবারের সদস্য। শান্তিপুর থানার দ্বারস্থ দুই প্রতিবন্ধী পরিবারের স্বামী এবং স্ত্রী। ঘটনাটি শান্তিপুরের সুত্রাগড় চর এলাকায়।

জানা গেছে, নদীয়ার মদনপুর এলাকার বাসিন্দা কালিশঙ্কর সরকার নিজে একজন প্রতিবন্ধী, তার স্ত্রীও প্রতিবন্ধী। অন্যদিকে শান্তিপুর সুত্রাগড় চর এলাকার বাসিন্দা সোমা মাহাতো একজন প্রতিবন্ধী। তাঁর স্বামী ভোটের পর থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। তিনদিন আগে সোমা মাহাতো শান্তিপুর সুত্রাগড় চর এলাকায় শ্বশুর বাড়ি গিয়ে জানতে পারেন তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। সোমা মাহাতো একজন প্রতিবন্ধী, দেখতে না পাওয়ায় ঠিকভাবে চলাফেরা করতে পারে না। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে হতবাক হয়ে পড়েন।

ইতিমধ্যে নদীয়ার মদনপুর এলাকার বাসিন্দা কালিশঙ্কর সরকার কোনওরকম ভাবে যোগাযোগ করেন সোমা মাহাতোর সাথে। দুজনেই একত্রিত হয়ে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় এছাড়াও একই সাথে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কারণ কালিশঙ্করের প্রতিবন্ধী স্ত্রীকেই বিয়ে করেছেন সোমা মাহাতোর স্বামী।

ছবি: প্রতিবন্ধী সোমা মাহাতো।
তাদের দাবি, প্রশাসন যদি তাদের একটু সহযোগিতা করে তাহলে হয়ত দুই পরিবারের স্বামী স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। প্রতিবন্ধী শঙ্কর সরকার জানান, তিনি মদনপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন, কোনও রকম ভাবে বিভিন্ন যানবাহনে মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়ে সংসার চালান। তার স্ত্রীও প্রতিবন্ধী, কিন্তু কী কারণে হঠাৎই এইভাবে সংসার ছেড়ে চলে গেল কিছুতেই তিনি বুঝতে পারছেন না। এখন সঙ্গীহীন হয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় অনড় তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *