আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ নভেম্বর : মঙ্গলবার মধ্যে রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে স্বামী ও স্ত্রীর বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। মঙ্গলবার মধ্যে রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রামে। পুলিশ জানিয়েছে নিহত গৃহবধূর নাম আজিজা বিবি (৩০)।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তেরো বছর আগে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মাড়গ্রামের বাসিন্দা আজিজা বিবি সাথে বিয়ে হয় নবগ্রাম থানার মহরুন গ্রামের বাসিন্দা আমবুর সেখের সাথে। কিন্তু বিয়ের পর থেকেই আজিজা বিবির সাথে আমবুর সেখের পারিবারিক অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ। গত চার বছর ধরে বাপের বাড়িতে থাকতেন আজিজা বিবি। মঙ্গলবার সকালে স্বামী আমবুর সেখ একটি ধারালো অস্ত্র নিয়ে বাপের বাড়িতে আসেন গৃহবধূকে কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন কিন্তু তা যেতে অস্বীকার করে এবং খড়গ্রাম থানায় জানানো হলে মঙ্গলবার সকালে আটক করে নিয়ে যায় আমবুর সেখকে। মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেয় পুলিশ। মঙ্গলবার রাতে ফের খড়গ্রাম থানার মাড়গ্রামে বাপের বাড়ি ঢুকে আজিজা বিবি কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। আজিজা বিবি তার দুই সন্তান ও বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল।
গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাত দুটো নাগাদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামী আমবুর সেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠিয়েছে ।