সাথী দাস, পুরুলিয়া, ২৭ মার্চ: স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর বিষ খেয়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া জেলার কাশীপুর থানা অন্তর্গত মনিহারা এলাকায়। গুরুতর আসুস্থ অবস্থায় কাশীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি অসুস্থ স্বামী গৌতম মাহাতো।
জানাগেছে, গতকাল রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে অশান্তি, আর তার জেরেই কুড়ুল দিয়ে কোপাতে শুরু করে স্ত্রীকে। বাদ যায়নি ঘুমন্ত ছেলে ও মেয়ে। তাদেরও কুপিয়ে হত্যা করে পাশবিক বাবা। রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে যায় মা ও দুই সন্তানের দেহ। তারপর বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে স্বামী। ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ আহতদের ও অভিযুক্ত স্বামীকে উদ্ধার করে কাশীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা স্ত্রী, ছেলে ও মেয়েকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্ত স্বামী গৌতম মাহাতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর পেয়ে আজ সকালে হাসপাতালে পৌঁছন মৃত বধূর বাবা পুরুলিয়া মফঃস্বল থানার চাকড়া গ্রামের বাসিন্দা নেপাল চন্দ্র মাহাতো। তিনি জানান, ১২ বছর আগে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল হয় গৌতম মাহাতোর। আগে তেমন কোনও অশান্তির ঘটনা ঘটেনি। কাল রাতে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। তখনই অশান্তি হয়। নেপালবাবু বলেন, ” গৌতম মাহাতো জামাইয়ের কলঙ্ক। সমাজে থাকার অধিকার নেই তার। তার ফাঁসি চাই। নরখাদক সে।”