প্রশাসনিক নির্দেশে বন্ধ রাখা হল শ্যামনগরের শতবর্ষ প্রাচীন পৌষ মেলা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ ডিসেম্বর: করোনা সতর্কতার জেরে প্রশাসনিক নির্দেশে চলতি বছরে বন্ধ রাখা হল শ্যামনগর মূলাজোর কালীবাড়িতে পৌষ মেলা। আসেনি নাগরদোলা, বসেনি দোকানপাট, চলতি বছরে নেই লক্ষ মানুষের জন সমাগম।

প্রত্যেক বছর শ্যামনগর মূলাজোর কালী বাড়িতে এক মাস ধরে পৌষ মেলা হয়। শতবর্ষ প্রাচীন এই পৌষ মেলা এ বছরে বন্ধ রাখা হয়েছে করোনা সংক্রমন ঠেকাতে। কথিত আছে শ্যামনগরে শতবর্ষ আগে কৃষকদের জমিতে মূলোর অতিরিক্ত ফলন হওয়ায় কৃষকরা মূলো বিক্রি করতে পারছিলেন না হাটে। তখন শ্যামনগরের কৃষকরা মায়ের শরণাপন্ন হন। মা তখন কৃষকদের স্বপ্নে দেখা দিয়ে বলেন, পৌষ মাস জুড়ে শ্যামনগরে মায়ের পুজো হবে জোড়া মূলো দিয়ে। সেই থেকে পৌষ মাসে শ্যামনগর কালী বাড়িতে জোড়া মূলো দিয়ে পুজোর প্রচলন শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত শ্যামনগর কালী বাড়িতে জোড়া মূলো দিয়ে পুজো চলে আসছে।

মায়ের ভক্তরা পৌষ মাসে শ্যামনগর কালী বাড়িতে জোড়া মূলো দিয়ে পুজো দেন। গোটা পৌষ মাস ধরে চলে জোড়া মূলো দিয়ে মায়ের পুজো। এবছর ও পৌষ মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে জোড়া মূলো দিয়ে পুজো দিতে আসছেন ভক্তরা। তবে চলতি বছরে পৌষ মেলা বন্ধ রাখা হয়েছে করোনা বিধি মেনে। শ্যামনগর কালী মন্দিরের পুরোহিত অমিত ঘটক জানালেন, করোনা সতর্কতার জেরে প্রশাসনিক নির্দেশেই চলতি বছরে শতবর্ষ প্রাচীন পৌষ মেলা বন্ধ রাখা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *