Student, Bishnupur, বিষ্ণুপুরে জলে ডুবে প্রাণ গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ মার্চ: জলে ডুবে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বিষ্ণুপুরে। দীর্ঘক্ষণ তল্লাশির পর লালবাঁধের জল থেকে মঙ্গলবার রাতে মেধাবী ছাত্র সৌমেন ঘোষের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানাগেছে যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সৌমেন মঙ্গলবার রসায়ণ পরীক্ষা দিয়ে বিষ্ণুপুর শহরে নিজের বাড়িতে ফিরে আসে। তারপরেই জেরক্স করার নাম করে বিকেল ৩টে নাগাদ সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়ে। দীর্ঘক্ষণ পরেও সৌমেন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। খোঁজ না পেয়ে তারা দ্বারস্থ হন বিষ্ণুপুর থানার। বিষ্ণুপুর লালবাঁধের পাড়ে সৌমেনের সাইকেল ও তার পরনের জামাকাপড় পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। স্পিড বোট নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই দিঘির জলে তল্লাশি চালান। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর লালবাঁধের জল থেকে উদ্ধার হয় সৌমেনের দেহ। মেধাবী ছাত্র সৌমেনের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পিরুমোহন কুন্ডু নামে সৌমেনের এক শিক্ষক বলেন, খুব মেধাবী ছিল সৌমেন। রসায়নের পরীক্ষা দিয়ে সে বাড়ি ফিরে মাকে বলেছিল যে পরীক্ষা ভাল হয়েছে। প্রতিবেশী এক যুবকের বক্তব্যও তাই, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সৌমেন। তারপর মাকে জেরক্স করতে যাচ্ছি বলে সাইকেল নিয়ে বেরিয়ে যায় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *