স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৬ ডিসেম্বর: জুয়ার ভাগবাটোয়ারা নিয়ে প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে চলা অশান্তি থামাতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রুমা বিশ্বাস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়ায়।
সূত্রের খবর, ধুবুলিয়া থানার ৯ নম্বর টিভি কোয়ার্টার এলাকার বাসিন্দা স্বদেশ বিশ্বাস ও রাজু বিশ্বাস নামে ভাই পেশায় সুদের ব্যবসায়ী। এলাকায় তাদের জুয়ার বোর্ড চলে বলেও অভিযোগ। অভিযোগ, রবিবার রাতে ওই দুই ভাইয়ের মধ্যে আর্থিক ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি বাধে।সেই অশান্তি থামাতে প্রতিবেশি গোবিন্দ সরকার ও তার স্ত্রী রুমা সরকার ছুটে গেলে স্বদেশ বিশ্বাস রুমা সরকার কে গুলি করে বলে অভিযোগ।
পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বউত্তেজিত এলাকাবাসী অভিযুক্তর বাড়ি ভাঙ্গচুর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক। তাদের পরিবারের কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।