উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আমাদের ভারত, হাওড়া, ২৩ ডিসেম্বর: সরকারি হাসপাতালে চিকিৎসা পরিসেবা নিয়ে অভিযোগের মাঝেই সেই সরকারি হাসপাতালেই নর্মাল ডেলিভারির মাধ্যমে এক গৃহবধূর তিনটি কন্যা সন্তান প্রসব হল। তবে তিন কন্যা সন্তানেরই সমস্যা থাকায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সিক নিউবর্ণ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্যামপুর ১ নং ব্লকের রাধাপুর গ্রামের গৃহবধূ তোহিদা বিবি প্রসব বেদনা নিয়ে কমলপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। সেখানে তিনি নর্মাল ডেলিভারির মাধ্যমে দুটি কন্যা সন্তানের জন্ম দেন। যদিও তৃতীয় সন্তান হওয়ার সময় সমস্যা দেখা দেয়। স্বাস্থ্য কেন্দ্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকায় তাকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই নর্মাল ডেলিভারির মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দেন গৃহবধূ। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম দুটি কন্যা সন্তানের ওজন ১ কেজি ৩০০ গ্রাম করে হলেও তৃতীয় সন্তানটি ওজন ১ কেজি ৩২৫ গ্রাম। সকলেই অপরিণত। 

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটের কর্তব্যরত চিকিৎসক পুষ্কর মিত্র বলেন, শিশুগুলোর ওজোন অনেকটাই কম থাকার পাশাপাশি তাদের ফুসফুসের সমস্যা আছে। এই অবস্থায় তাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় মেশিনের মাধ্যমে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। আমরা ৩ দিন তাদেরকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে ৭২০ গ্রাম ওজনের শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তাই আশা করছি এরাও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *