স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ অক্টোবর: লক্ষ্মীপুজোর বাজার করতে এসে গৃহস্থের হাত পুড়ছে। ফল থেকে প্রতিমা দাম আকাশ ছোঁয়া হওয়ায় লক্ষ্মীর বাজারে কাটছাট করতে হচ্ছে গৃহস্থকে।
শুক্রবার এবং শনিবার দুইদিন লক্ষ্মীপূজা। তাই আজ
লক্ষ্মীপুজোর বাজার জমে উঠেছে রায়গঞ্জ মোহনবাটি এলাকায়। মৃৎ শিল্পীরা প্রতিমা এবং পট নিয়ে বাজারে হাজির হয়েছে। পুজোর বাজার করতে রায়গঞ্জের গৃহস্থরা সেখানে ভিড় জমিয়েছেন। ফল থেকে প্রতিমা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই হাত পুরছে। প্রতিমার দাম ৪০ থেকে ৩০০ টাকা। গত বছরের চাইতে এবারে প্রতিমার দাম প্রায় দ্বিগুন।
মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রতিমা তৈরীর সামগ্রীর দাম বেড়েছে।বেড়েছে কারিগরের মজুরি। তাই প্রতিমার দাম বাড়াতে হয়েছে। অনেক ক্রেতা এসে প্রতিমার দাম শুনে ফিরে যাচ্ছেন। একইভাবে ফল দাম। ১০০ টাকার নীচে কোনও ফলই পাওয়া যাচ্ছে না। এমনকি জল সিঙ্গারা দামও ১০০ টাকা কেজি। তাই কোনওমতে লক্ষ্মীপুজো সারতে হচ্ছে।