রামপুরহাটে নির্দল প্রার্থীর বাড়িতেও ভাঙ্গচুর, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাড়ির সদস্যরা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ ফেব্রুয়ারি: বিজেপির পর এবার ভাঙ্গচুর চালানো হল নির্দল প্রার্থীর বাড়িতে। আতঙ্কে ঘরছাড়া পরিবারের সব সদস্য। উল্টে নির্দল প্রার্থীর বিরুদ্ধেউ টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বীরভূমে বিজেপি প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হানা, ভাঙ্গচুর, গুলি করে খুনের হুমকি

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে। ওই ওয়ার্ডের দু’বারের নির্দল কাউন্সিলার আনোয়ার হোসেন বছর দুয়েক আগে তৃণমূলে যোগদান করেন। তার দাবি, প্রার্থী করা হবে শর্ত দিয়েই তৃণমূলে যোগদান করানো হয়। কিন্তু দল প্রতারণা করেছে, টিকিট দেয়নি। নির্দল হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই স্ত্রীকে নিয়ে শহর ছাড়া। বাড়িতে ছিল ছেলে ফেরি শেখ। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী বাড়ির সামনে জমায়েত হয়ে ভাঙ্গচুর করে।

ফেরি বলেন, “দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে ছিল। দরজা ভাঙ্গার চেষ্টা করে। বাড়ির ভিতর ঢুকতে না পেরে জানালার কাঁচ, দুটি বাইক ও জলের পাইপ লাইন ভেঙ্গে দেয়। দুই দফায় ভাঙ্গচুর চালায়। থানায় ফোন করা হলে পুলিশ উল্টে আমাদের থানায় ডেকে পাঠায়। আমাদের বিরুদ্ধে কে বা করা প্রতারণার অভিযোগ দায়ের করেছে। তাই সকালে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি।”

আনোয়ার হোসেন বলেন, “এতদিন আমি ওদের কাছে ভালো ছিলাম। নতুন করে নির্দল প্রার্থী হওয়ায় ওদের চক্ষুশূল হয়েছে। ওদের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। অথচ পুলিশ আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা নিয়েছে। মানুষ এর জবাব দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *