আমাদের ভারত, পূ্র্ব মেদিনীপুর, ৩ মার্চ : পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ও ট্রাফিক গার্ডে কর্তব্যরত পুলিশকর্মীদের করোনা ভাইরাস থেকে সংক্রমণ মুক্ত রাখতে শুক্রবার তাজপুরের এক হোটেল মালিক শান্তনু সাহা নিজ উদ্দোগে ২০ লিটার হ্যান্ডওয়াস তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে থানার পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়।
শান্তনু বাবু বলেন, এটা আমার একটা ক্ষুদ্র মানবিকতার প্রচেষ্টা। ভবিষ্যতে যে সমস্ত সাংবাদিকরা মারণ করোনা ভাইরাসকে তুচ্ছ করে রাস্তায় নেমে দেশের জন্য কাজ করছেন তাদেরকেও এই হ্যান্ডওয়াস বিলি করার ইচ্ছে আছে।