শালবনির আদিবাসী কৃষকের ঘরে দুপুরে খাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: শনিবার মেদিনীপুরের জনসভায় যোগ দেওয়ার আগে শালবনির আদিবাসী কৃষক সনাতন সিং’য়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐদিন খাস জঙ্গলের পাশে কপ্টার থেকে হেলিপ্যাডে অবতরণ করবেন অমিত শাহ। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল মাঠে জনসভায় যোগ যোগ দেওয়ার আগে সেখান থেকে অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর জন্মভূমি হবিবপুর গিয়ে তার মূর্তিতে মাল্যদান করবেন। সেখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রণাম করে তিনি পৌঁছাবেন চুয়াড় বিদ্রোহের নেত্রী রানী শিরোমনির গড় হিসেবে পরিচিত কর্ণগড়ে। সেখানে মহামায়া মন্দির দর্শন করবেন। এরপর দুপুর ১২টায় মন্দির সংলগ্ন বালিজুড়ি গ্রামের কৃষক সনাতন সিং’য়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে বালিজুড়ি গ্রামের কৃষকের বাড়িতে এখন সাজো সাজো রব। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি শমিত দাস জানিয়েছেন, অমিত শাহের জনসভার প্রস্তুতি সারা হচ্ছে। এই সভা প্রধানমন্ত্রীর সভার মতই ঐতিহাসিক সভা হবে। ওইদিন পুলিশের সঙ্গে এক হাজার স্বেচ্ছাসেবক থাকবে বলে বিজেপি সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *