সেজে উঠছে চুয়াড় বিদ্রোহের ঐতিহাসিক কর্ণগড়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই:
রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে সাজিয়ে তোলা হচ্ছে চুয়াড় বিদ্রোহের ঐতিহাসিক কর্ণগড়। মেদিনীপুর শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে জঙ্গলমহলের শালবনী ব্লকে অবস্থিত কর্ণগড় রানী শিরোমনির নেতৃত্বে গড়ে ওঠা চুয়াড় বিদ্রোহের পীঠস্থান। এই অঞ্চলে অবস্থিত যশোবন্ত সিংহ সহ অন্যান্য ঐতিহাসিক রাজাদের এই গড় জঙ্গল আগাছায় ভরে গিয়েছিলো। দুর্গ ভেঙ্গে প্রায় ধূলিসাৎ হওয়ার মুখে। কথিত আছে অজ্ঞাতবাসকালে মহাভারতের ভীম এখানে বেশ কিছুদিন ছিলেন।

বর্তমানে এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কর্ণের গড় পর্যন্ত যাওয়ার রাস্তা, পানীয় জল, শৌচালয় এবং সাময়িক অবকাশ কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সৌন্দর্যায়নের জন্য লাগানো হচ্ছে বিভিন্ন গাছ। সংস্কার করা হয়েছে জলাশয়গুলো। সেচ দপ্তর, জেলা প্রশাসন, শালবনি পঞ্চায়েত সমিতি এবং কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার কাজ চলছে। পারং নদীর তীরে অবস্থিত রাজা যশোবন্ত সিংহের এই গড় পরবর্তীকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে রানী শিরোমনির নেতৃত্বে  চুয়াড় বিদ্রোহের পীঠস্থান হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *