১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে খুলতে চলেছে হাইকোর্ট

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৬ জুন: বিশেষ আদালত খোলা থাকলেও করোনা আবহে এককালীন দুই থেকে আড়াই মাস বন্ধ ছিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, এবার ১১ জুন থেকে আদালত পরীক্ষামূলকভাবে খুলতে চলেছে। ১৫ জুন তা চেনা ছন্দে ফিরবে। তার পর থেকে সপ্তাহে তিন দিন করে খুলবে আদালত। তবে মানতে হবে বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা।

মামলার শুনানির ক্ষেত্রে কাজকর্ম হবে দু’টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চে। জামিনযোগ্য মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্স মারফত। আদালত খুললেও এজলাসে ভিড় করা নিয়েও রয়েছে নিষেধাজ্ঞা। আইনজীবীরাও বাররুমে একসঙ্গে জমায়েত হতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল।

সূত্রের খবর, লকডাউন তোলার সিদ্ধান্ত প্রসঙ্গে শুক্রবার রাজ্য ও কেন্দ্রকে একটি নোটিশ পাঠানো হয়েছে আদালতের তরফে। যেখানে জানতে চাওয়া হয়েছে, কার পরামর্শে লকডাউন তোলার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই বিষয়ে তলব করা জবাব, ১১ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা আকারে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *