প্রত্যেক পরিবার থেকে জলাশয়ে যাবেন মাত্র দু’জন! ছট পুজো নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

রাজেন রায়, কলকাতা, ১১ নভেম্বর: প্রত্যেকবারই এক এক পরিবার থেকে অনেক জন মানুষ বিভিন্ন জলাশয়ে ছট পূজা দেওয়ার সময় ভিড় জমান। কিন্তু করোনা আবহে পরিস্থিতি অন্যরকম। এক পরিবার থেকে বেশি লোক ভিড় করলে বাড়বে সংক্রমণের সম্ভাবনা। তাই প্রত্যেক পরিবার থেকে অন্তত দুজনকে জলাশয় যাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

ইতিমধ্যেই কালীপুজো থেকে ছট পূজা করার সময় বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট। তারপরও খোলাবাজারে বাজি বিক্রি দেখে মঙ্গলবার রাজ্য পুলিশ প্রশাসনকে ভর্ৎসনা করে হাইকোর্ট। আর তারপরেই ছট পুজো নিয়ে কড়া নির্দেশিকা জারি করল আদালত।

ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি জলাশয় যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া বিদ্যুৎ চালিত ডিজে বাজনা যাবে না। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। এছাড়া এবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ থাকবে ছট পুজো। যদিও রাজ্যের দাবি, ছটপুজোর দিন কোন পরিবার থেকে কজন লোক বেরোবে সেটা ঠিক করে দেওয়া রাজ্যের পক্ষে অসুবিধার। তবে রাজ্য এই দিকটি নজর রাখার চেষ্টা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *