রাজেন রায়, কলকাতা, ১৭ আগস্ট: রাজ্যের বেসরকারি স্কুলের ফিজ সহ বিভিন্ন খাতে অত্যধিক খরচ হচ্ছে এই মর্মে কলকাতা হাইকোর্টে ফি মকুবের দাবি জানিয়ে আমরা করেছিলেন অভিভাবক সংগঠনগুলি।
প্রাথমিকভাবে তাদের ১৬ আগস্টের মধ্যে স্কুলের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার
খরচের বিষয় খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট।
স্কুলের বকেয়া বেতন মুকুবের আবেদন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সোমবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এদিন হাইকোর্টের প্রস্তাবিত দুইজন কমিটির মধ্যে ডিভিশন বেঞ্চের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সুরঞ্জন দাশগুপ্তের নাম প্রস্তাব করা হয়েছে। অপর জনের নাম জানাবেন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল। মঙ্গলবার কমিটির অপর সদস্যের নাম জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
এদিন ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বেসরকারি স্কুলের ফিজ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। এদিন মামলার শুনানির সময় প্রায় ১২১ টি স্কুল কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চান বিচারপতি। এরপরই স্থির হয় এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কারণ আলাদা কমিটি থাকলে স্কুলগুলি কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকবে বলে জানান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কেউ লকডাউনে অতিরিক্ত ফি নিচ্ছেন কি না, তাও পরিষ্কার হয়ে যাবে।