“আমাদের সম্পর্ক” বাংলা ছবির নায়ক শিমুরালির ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ ফেব্রুয়ারি: ছোটোবেলায় শিমুরালি উপেন্দ্র বিদ‍্যাভবন ফর বয়েজ স্কুলে পড়াশোনার সাথে সাথে নাটক নিয়ে মেতে থাকতো চাঁদুড়িয়া এক নম্বর জিপির পশ্চিম চাঁদুড়িয়ার ছোট্ট ছেলে অনুপ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও চলচ্চিত্র নিয়ে পড়াশোনা। বেশ কয়েকটি বাংলা ছবি করার পর “আমাদের সম্পর্ক” ছবিতে মুখ‍্য চরিত্রের সুযোগ পায়। অশোক মন্ডল পরিচালিত “আমাদের সম্পর্ক” ছবিটি আগামী ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ছবির মুখ‍্য চরিত্রে রয়েছেন অনুপ কুমার চক্রবর্তী। এটি পারিবারিক ছবি। সবাইকে নিয়ে এই ছবি দেখার অনুরোধ করেছে সিনেমার মুখ‍্য চরিত্রের অভিনেতা অনুপবাবু।

এক ডিভোর্সী বৃদ্ধা মা সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বাস করেন। একদিন মা ছেলেকে বললো নিজেদের বাড়ি তৈরীর কথা। মায়ের কথা শুনে ছেলে তো অবাক। পরে ছেলে বাড়ি তৈরী করার জন‍্য লোনের চেষ্টা করে।লোন নেওয়াকে কেন্দ্র করে ব‍্যাঙ্ক ম‍্যানেজারে সাথে সম্পর্ক ভালো হয় ঐ বৃদ্ধা মহিলার। শেষমেষ বাড়িও তৈরী হয়। গৃহপ্রবেশের দিন ব‍্যাঙ্ক ম‍্যানেজার নতুন বাড়িতে আসে এবং ঐ বাড়িতে থাকতে চায়। এই নিয়ে ঐ বৃদ্ধা ও তার ছেলে মেয়েদের মধ‍্যে বিবাদ সৃষ্টি হয়। কেন ব‍্যাঙ্ক ম‍্যানেজার এই বাড়িতে থাকতে চায় এই ঘটনা নিয়েই বাংলা ছবি “আমাদের সম্পর্ক”। সুন্দর পারিবারিক ছবি। এই ছবিতে অভিনয় করেছেন অনুপ চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ‍্যায়, বোধিসত্ত্ব মজুমদার, লাবনী সরকার সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *