অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৫ জানুয়ারি: মর্মন্তুদ ছবি-সহ বাংলাদেশে হিন্দুদের অসহায়তায় ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “শিশুর মুখে আতঙ্ক দেখুন! সে ভাবছে মা-র কী হয়েছে, আমার কী হবে? এটি বেশিরভাগ গ্রামীণ বাংলাদেশী হিন্দুদের মুখ। তারা একটি ইসলামিক দেশে হিন্দু হয়ে টিকে থাকার চেষ্টা ছাড়া আর কোনও অপরাধ করেনি। আর তা সত্ত্বেও শেখ হাসিনার জয়!”
প্রতিক্রিয়ায় এ কে মণ্ডল লিখেছেন, “এরা পুকুরের মাছ যা সর্পপূর্ণ। বেঁচে থাকা অসম্ভব। বিজয় কুমার থাডিশেট্টি লিখেছেন, “ভারতের উচিত হিন্দুদের রক্ষার জন্য বাংলাকে বাধ্য করা…যদি আমরা হাত না মোচড় দিই তারা শুনবে না।”
প্রদীপ পাণ্ডে লিখেছেন, “এই পবিত্র পৃথিবী থেকে সহাবস্থানে বিশ্বাসী নয় এমন ধর্ম/সম্প্রদায়কে নির্মূল করাই সমগ্র মানবজাতির সংকল্প হওয়া উচিত এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।”

