রাজেন রায়, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: রাজ্যে মেডিক্যাল কলেজগুলির প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করল রাজ্য প্রশাসন। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে রদবদলের তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের এমএসভিপি সন্দীপ ঘোষ। কলকাতা মেডিক্যালের এমএসভিপি ইন্দ্রনীল বিশ্বাস হলেন ইনস্টিটিউট অব ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা। এ ছাড়াও এনআরএস মেডিক্যাল কলেজের এমএসভিপি করবী বড়ালকে রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছে। এসএসকেএমের এমএসভিপি রঘুনাথ মিশ্র হয়েছেন সাগর দত্তের অধ্যক্ষ। বিসি রায় শিশু হাসপাতালের নতুন অধ্যক্ষ পদে এসেছেন দিলীপ পাল। স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের সুপার শুভাশিস কমল গুহ ওই প্রতিষ্ঠানেরই ডিরেক্টর পদে বহাল হচ্ছেন।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার ডা: কৌশিক সমাজদারকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হল। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিতে চলেছেন ডা: ইন্দ্রজিৎ সাহা। ইন্দ্রজিৎবাবু বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রফেসর। রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: দিলীপ কুমার পাল বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষর পদে স্থানান্তরিত হচ্ছেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সুপার করবী বড়ালকে রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হল। মালদহ মেডিক্যাল কলেজের সুপার ডা: অমিত দাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে স্থানান্তরিত করা হয়েছে।