বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ বাঁধতে শনিবার বৈঠকে বসছে স্বাস্থ্য কমিশন

রাজেন রায়, কলকাতা, ২১ আগস্ট: বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ গলায় ফাঁস হয়ে বসছে সাধারণ মানুষের। এর আগে নবান্ন প্রাথমিকভাবে কিছু নির্দেশনা দিলেও তাদের বিশেষ লাভ হয়নি। তাই বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ ঠিক সহ বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে শনিবার সামনাসামনি বৈঠকে বসতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশনের সদস্যরা। চলতি সপ্তাহেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সূত্রের খবর, রোগীর পরিজনরা তো বটেই এমনকি খোদ চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল নিয়ে সরব হয়েছেন। তাই এবার করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলো কোন কোন খাতে কত টাকা করে নিতে পারবে তা সুনির্দিষ্টভাবে ঠিক করে দিতে পারে রাজ্য স্বাস্থ্য কমিশন। বেসরকারি ক্ষেত্রে করোনা চিকিৎসায় খরচের মাত্রা বা চিকিৎসার খরচ বেঁধে দেওয়া হতে পারে। এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করার পর তার অন্যথা হলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় বলেন,”শনিবার কমিশনের সদস্যরা বিকেল ৪টেয় নিউটাউন ক্লাবে ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে একটা আলোচনা করবেন। সেখানে করোনা চিকিৎসা খরচ, চিকিৎসা পদ্ধতি লাগাম ছাড়া বিল ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আমরা আশা করছি, সাধারণ মানুষের জন্য ভালো কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা শোনাতে পারব।”

প্রসঙ্গত, অন্যান্য রাজ্যে সমস্যা হওয়ায় ইতিমধ্যে অনেক রাজ্য করোনা চিকিৎসার খরচ বেঁধে দিয়েছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *